☆★☆”তবুও–“☆★☆
¤◇¤◇¤◇¤◇¤◇¤
✍ শিব প্রসাদ হালদার
যেদিন জন্ম নিল খোকা
সে কি আনন্দ !
সুখবরটা জানাতে ছুটে এলো বাড়ি।
পরবর্তী প্রজন্মের আগমনে-
সোনার হারে,হসপিটালে প্রথম নাতির মুখদর্শন।
ঠাকুমা মহাখুশী !
বাড়ি আসলে যত্নের ত্রুটি হয়নি দাদুভাইয়ের।
ঠান্ডা লাগবে, তাই কড়া অনুশাসনে
পালিত প্রথায় পাঁক খেয়েছে পালঙ্কে।
ঠাকুমা কাশিতে কষ্ট পায়-
তার নিরসনে ছোট্ট হাত বুকে বুলিয়ে,
ফ্যালফ্যাল দৃষ্টির চাহুনি !
কখনওবা দৌড়ে ছোট্ট মগে জল এনে বুকে মালিশ।
তার মাঝেও যত্নের জরুরী বার্তা-
“দাদুভাই খেয়েছো?”
তখন ছোট্ট-বয়স মাত্র দুই,
আশীর্বাদের হাত মাথায় বুলিয়ে আজ পরপারে !
এতদিনে গড়িয়ে গেছে তেত্রিশটা বছর
তবুও মনে পড়ে সব।
আজ হয়েছে বড়-
ভাবনায় এসেছে পরিবর্তন,
শিখেছে বুঝতে কিন্তু সব বুঝা -বুঝা নয়;
এই বুঝ্টা বুঝেনি।
তাই হয়তো অধঃপতনে অশ্রদ্ধায় অনৈক্য।
অনুশাসনের তোয়াক্কা না করে ভূল বার্তা দেয়
“আমি এখন অ্যাডাল্ট”।
দূরদর্শিতার অভাবে পারদর্শিতার অপক্ক পরিচয়-
পরিণতির কথা ভেবে,
পিতামাতা শঙ্কিত-মর্মাহত !
নিভৃতে নীরবে চোখ মুছে মাগে প্রার্থনা-
“যদি না থাকি আমরা-
তবুও সুখী হও,
থেকো মহাসুখে———-।”
¤□¤□¤□¤□¤□¤□¤□¤□¤
সকল বন্ধুদের জন্য রইলো শুভ কামনা—-
ধন্যবাদ 😊