শ্যামলী
********
✍ মনসিজ সরকার
মেঘেদের পাড়াতে
রাতঘুম চাঁদ টিপ,
টিপ টিপ করে ঝরে সারারাত রূপোলী
রাতভোর তেল পোরে
ধিক ধিক জ্বলে দীপ
আশা সেতো আসবেই, বসে আছে শ্যামলী।
নিঝুমেরা রাজপথে
শেষ করে বসবাস
ব্যস্ত ট্রামেদের সারি সারি আঁকাবাঁকা
চৌমাথা ক্রসিংয়ে
পরে আছে সেই লাশ
এক সিঁথি রাত ভরে, রেখে গেল যাকে একা।
শকুনেরা তাক করে
এই বুঝি মারে ছোঁ
রাতের গলিটা চেনে, বাবুদের লাল পিক
ওরে- ব্যাস্ত শহুরে গাড়ি,
ছুটে চল সোঁ সোঁ
শ্যামলীর সাদা রঙে রঙিনেরা ছুঁয়ে দিক…
–~০০০XX০০০~–