“পূজার ফুল”
✍ রণজিৎ মন্ডল
তুমি আছো মনের গভীরে,
নিত্য আসা যাওয়া মনে,
নয় কখনো বাহিরে।
তবু এই মন মনে রাখে তোমারে।
লাল নীল সাদা কত রঙ
তোমার অন্তরে,
আমি যে সুন্দরের পূজারী
তাই সব রঙই ভালোবেসে
রাখি যতন করে।
কত গুনে গুনী তুমি,
দেখেছি, শুনেছি ও মেনেছি
নয় ভয়ে, নয় সয়ে, মেনেছি
শ্রদ্ধা ও ভক্তিভরে।
কত পাখি, কত ফুল সবাই
কেড়ে নেয় মন,
পারেনি কাড়িতে মমো হৃদয়ে
জমা ছিল যে ধন,
তব রূপ ও গুনের আধারে।
কত যাওয়া কত আসা,
কত আগন্তুকের ভালোবাসা,
ফিরায়ে দিতে পারিনি কারো,
নিতে পারেনি কেড়ে আমার
পূজার ফুল, তুমি রয়েছো আজও
মনের মন্দিরে।
–~০০০XX০০০~–