“মায়ের স্নেহ”
✍ মৃনাল কান্তি বাগচী
মায়ের কথা যখন মোর মনে পড়ে
চোখটি আসে জলে ভরে।
এখণ আর কেউ বলেনা আমায় খোকা
যাসনা ফেলে আমায় একা।
ভুল রাস্তায় চলে গেলে
উঠতে পারবিনা আমার কোলে।
আমার স্নেহ, ভালোবাসা পাবি না আর
চোখের জলে খুঁজবি আমায় বার বার।
মায়ার সেই কথাগুলি বুঝিনি তখন আমি
মায়ের অবর্তমানে বুঝি এখণ মা কি ছিলে তুমি।
দাঁত থাকতে দাঁতের মর্ম নাহি বুঝলে
হাড়ে হাড়ে সে কথা বোঝা যায় দাঁত হারালে।
মা বেঁচে থাকতে মায়ের মর্ম অনেকেই আমরা বুঝিনা,
মাকে হারালে আর শত চেষ্টা করেও ফিরে পাওয়া যায়না।
তাইতো বলি মায়ের মত পৃথিবীতে কেহ নাই,
মায়ের স্নেহ ভালোবাসা সকলের থেকে শ্রেষ্ঠ তাই।।।
——– +++++++ ——-