“তবুও বানভাসি”
✍ কাকলি ভট্টাচার্য্য মৈত্র
অনেক দূরত্ব, তবুও লেপ্টে থাকা
ব্রাহ্মমূহুর্তের ঠিক আগে, অতিম্লান আলোয়,
আবছাস্মৃতিরা কখনো কখনো নড়েচড়ে বসে।
ঝাপসা কাঁচের দৃষ্টি, উদাসী মন
…… বড্ড অসহায়…
প্রত্যেকটা প্রকষ্ঠে কংক্রিট বাঁধ, তবুও বানভাসি হয়..
পরতে পরতে আবার জমা হয় পলি।
অতিফলন হলেও,
ঝোপঝাড়, কাঁটা, আগাছা, পরগাছা ভিড় জমায়।
পৃথিবী প্রস্তুতি নিচ্ছে, নতুন দিনের
আজানের সুরে সূর্য প্রণাম সেরে, নির্মল শিশুবাতাস
ঝোপঝাড়, কাঁটা, আগাছা, পরগাছার গা ঘেঁষে
কখনো কখনো থমকে দাঁড়ায়, কখনো আবার সচেতন।
মন উদাসী হয়
প্রত্যেকটা প্রকষ্ঠে কংক্রিট বাঁধ, তবুও বানভাসি
ঝাপসা কাঁচের দৃষ্টি, উদাসী মন
অনেক দূরত্ব, তবুও লেপ্টে থাকা…
–~০০০XX০০০~–