☆★☆”জীবন যুদ্ধের দুঃসময়ে”☆★☆
¤◇¤◇¤◇¤◇¤◇¤◇¤◇¤◇¤
✍ শিব প্রসাদ হালদার
মৃত্যু যখন দাঁড়ায় এসে কেন কর ভয়,
শক্ত মনে শক্তি নিয়ে মৃত্যুকে কর জয়।
মন যদি বা যায় ভেঙ্গে-দুঃখ কর কিসের?
ছোবল খেয়ে ছটফটালেও জয় করা যায় বিষের।
সময় যখন খারাপ আসে পিছে ভালো তার,
ধৈর্য্য ধরে লড়লে পরে-রুখবে সাধ্য কার ?
বাঁচা মরার কর্মযুদ্ধে কেন হারবে বলো,
বাঁচতে হবেই লক্ষ্য নিয়ে সন্মুখেতে চলো।
মৃত্যু চিন্তা ঝেড়ে বোকা! দাওনা এবার ঝাপ,
দেখবে কখন উধাও হবে সকল অভিশাপ !
সৃষ্টির সেরা মানুষ যখন, মানুষ পারে সব,
মৃত্যু জয়ে জয়ী হয়ে-মুছাও দুঃখ রব !!
◇¤◆◇¤◆◇¤◆◇¤◆◇¤◆◇
সকলের জন্য রইলো শুভ কামনা —-!