“সকাল বিকাল”
✍ মোহাম্মদ আল্লারাখা
তোমার প্রভাত
আমার সকাল
সময় গড়িয়ে
হবে বিকাল।
দিনের আলোয়
তুমি যখন ঝলমল
রাতের আঁধারে
আমি তখন হরিবল।
–~০০০XX০০০~–
(Copyright © Mohammad Allarakha)
তোমার প্রভাত
আমার সকাল
সময় গড়িয়ে
হবে বিকাল।
দিনের আলোয়
তুমি যখন ঝলমল
রাতের আঁধারে
আমি তখন হরিবল।
–~০০০XX০০০~–
(Copyright © Mohammad Allarakha)
কবি মোহাম্মদ আল্লারাখার
“সকাল বিকাল ” –
কবিতাটি বড় ভালো লাগলো।
এক চিরসত্যের বহিঃপ্রকাশ।