// সই কথা //
✍ অনিমেষ
এই মেয়েটা ভারি মিষ্টি
এই মেয়েটা খুব আদর
এই মেয়েটাই বন্ধু পাশে
ভালবাসায় স্নেহের চাদর।
এই মেয়েটা ভারি সুন্দর
এই মেয়েটা ছুঁয়েছে মন
এই মেয়েটা আদরে জড়ায়
সই হয়ে দেয় ঘরের কোন।
এই মেয়েটা বড্ড ভালো
প্রাণের আবেগ উচ্ছাসে
এই মেয়েটাই অভিমানের
মান ভাঙাতে ঠিক আসে।
ও মেয়ে তুই আলের পথে
সবুজ ধানের রঙ ছড়াস
ও মেয়ে তুই ধরতে ফড়িং
ঝিঙের ফুলে হাত বাড়াস।
ও মেয়ে তোর আচার চুরি
গোপন চিঠি চিল ছাতে
ও মেয়ে তোর স্বপ্ন উড়ান
রঙিন প্রজাতির পাখাতে।
এই সই তুই মকর নাকি
তুই বুঝি সই গঙ্গাজল?
মনের প্রাণের গোপন কথা
বলবো ও সই জলকে চল।
চলনা আবার ছুটবো মাঠে
সাজাই খেলার রান্না ঘর
তুই যে লো সই বড্ড আপন
তোর বুকে মোর কান্নাঘর।
—০০০::XX::০০০—