“বেদনা আমার ”
রণজিৎ মন্ডল
বেদনা তো আমার,
তোমার তো নয়!
অবহেলা,অশ্রদ্ধা, অপমান,
অন্তরের জ্বালা বুদ বুদের মত
শরীরের লোমকূপকে
খাড়া করে দেয়!
বার্দ্ধক্যের ভ্রকূটি হাত
নাড়ায়,
তোমার নয়নে ঘৃনার
আগুন প্রজ্বলিত হয়!
নিভিয়া যাওয়ার আগে
জ্বলন্ত প্রদীপ দূপ দূপ
করিয়া কয়,
আসন্ন আমার বিদায় নিশ্চয়!
তাই আনন্দ ধারা তব নয়নে
আনন্দাশ্রু হয়।
হারিয়েছি আমি,
তুমি তো নয়,
নিস্পলক নয়নে দেখিয়া
যাকে বিদায় জানাতে হয়!
সৌন্দর্য্যের পরাকাষ্ঠে আগন্তুককে
নিজের অজান্তে আপন
করিয়া লয়।
ফুলের কুড়ি না ফুটিতেই
ঝরিয়া মাটিতে পড়িয়া রয়!
গন্ধ, বর্ণ রূপ, রস যা ছিল
সব নিমেষে ধূলিতে
মিশিয়া যায়!
অত্যাচার যত সয়েছি আমি,
তুমি তো নয়!
অবেলায় ঝরে যাওয়া
পুস্পের পাপড়ি তোমার
চরণ তলায়,
ধরনীর ধূলিতেই মিশিয়া রয়!
যত যন্ত্রনা সয়েছি আমি,
তুমি তো নয়!
দেখনি চেয়ে পিছন ফিরিয়া,
ডাকিয়াছি কত কাঁদিয়া কাঁদিয়া,
চেনা পথকে গিয়েছ মাড়িয়া,
অচেনা ছায়া হাতছানি দিয়া
রূঢ়স্বরে তোমারে কয়,
বড় হয়ে গেছি অতিক্রম করিয়া
তোমাকে নিশ্চয়!
কি মনে হয়, যাহা ছিলে সেদিন,
আজও আছো তেমনি রঙিন,
ছায়া কি বড় নয়?
অন্তীম আসিছে আমার,
তোমার তো নয়!
পাখির কুজনে সোনালি কিরণে,
একদিন ভোর হয়,
করিয়া আঁধার হইবো পার,
শুরু থেকে শেষ এই পারাবার,
মিলিবে আমার আপন পর,
ছাড়িয়া তোমার এ তোরনদ্বার,
হারাবো আমি,
তুমি তো নয়!
–~০০০XX০০০~–