।। প্রত্যাশা।।
✍ ডঃ রতনশ্রী ভিক্ষু
আরও চাই, আরও চাই
আমি সেবক
সকলের সেবা করি
পর্যাপ্ত নেই, ভিক্ষাই সম্বল আমার।
দ্বারে দ্বারে ঘুরে বেড়াই
যদি কিছু পাওয়া যায়
আশায় আশায় দিনকাটাই
মানুষের ভালবাসাই আমার অবলম্বন।
এভাবে কত কাল অতিবাহিত করেছি
সেবায় নিবেদিত আমার হৃদয়
কেউ বলেছে পাগলামী,
কেউ বলেছে উদ্দেশ্যপ্রবণতা
আবার কেউ বলেছে স্বার্থপরতা
তবুও আমি পিছিয়ে যেতে চাই না।
আমার কাছে পরহিতব্রতই ধর্ম বলে মনে হয়
তাই আমি নিজ সিদ্ধান্তে অটল
আমি যে সেবক তা কখনও ভুলিনি
আমার কাজ আমাকে করতে হবেই।
আমি যোগ্য, আমি অপারগ নই
আত্মবলের উপর আমার বিশ্বাস আছে
আমি নিজেকে বিশ্বাস করি
তাহলেও আমি প্রতারিত হই।
তাতে আমার হৃদয় কম্পিত হয় না
হয়ত কেউ কেউ আমাকে দুর্বল ভাবতে পারে
এতে আমার দুঃখ হয় না
আমার সেবামন আমায় আনন্দ দেয়
এজন্যই তো আমি এত চাই।
–~০০০XX০০০~–