জীবন ও লড়াই
মৃনাল কান্তি বাগচী
~~~~~~~~~~~~~~~
মানুষের জীবন চলার পথ নয়কো সোজা
সে পথ বড়ই বন্ধুর ও আঁকা বাঁকা।
জন্ম লগ্ন থেকে শুরু হয় জীবনের লড়াই
একের পর আসে সমস্যা,তার অন্ত নাই।
কেউ লড়াই করে রুটি কাপড় জোগাড়ের তরে
আবার কেউ লড়াই করে অধিক সম্পদ তুলতে ঘরে।
অনেকেই লড়াই করে অধিক খ্যাতির জন্য
তা লাভ না করতে না পেরে হয়ে পড়ে হীনমন্য ।
কেউ লড়াই করে আপন মানুষদের সুখী করার জন্য
তা করতে পারলে জীবন হয় ধন্য।
লড়াই করতে করতে জীবন হয়ে যায় শেষ
তবুও অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে না পেরে জীবনে থাকে খেদ।
সোনার চামচ মুখে নিয়ে অনেকেই জন্মায় ধরায়
তাদের হয়তো লড়াই কিছুটা কম করতে হয়।
লড়াইতো জীবনের প্রাপ্তির চাবি কাঠি
লড়াই বিনে জীবন হয়ে যায় মাটি।
লড়াইতো মানুষকে বাঁচতে শেখায়
লড়াই করতে না পারলে কিছুই নাহি পাওয়া যায়।
লড়াই প্রতিটি মানুষের জীবনের অপরিহার্য অঙ্গ
জীবন শেষে লড়াই হয়ে যায় সাঙ্গ।।।
———- +++++++ ———