“কষ্টের গায়ে এত কাঁটা!”
✍ দেবাশীষ সান্যাল
================
আমার চারপাশে কেউ নেই-
কে শুনবে আমার প্রমত্ত বিলাপ?
আমি একাকী ঘুরছি বাগানে বাগানে ফুলের মধ্যে!
বুকের মধ্যে যে সব কথা দুলছে-
আশরীর পোষ্টার টাঙিয়ে দিতে ইচ্ছে করছে
শহরের দেওয়ালে দেওয়ালে!
কষ্টের গায়ে এত কাঁটা কাকে কীভাবে বলি তা-
এভাবে কি দুঃখের ছবি আঁকা শেষ হয়?
আমার পৃথিবীর আদ্যোপান্ত জুড়ে
শুধুই মায়াশিকারীদের গান-
বেড়ালের থাবায় গুটি গুটি পায়ে
এগিয়ে আসে আগ্রাসী অন্ধকার!
আমার চারপাশে কেউ নেই কেউ-
স্বপ্নের মধ্যে শুধু মায়াশিকারীদের হাতছানি।
পরিত্যাক্ত এক বাড়ির মতো আমি
একাকী দাঁড়িয়ে রয়েছি।
শরীর জুড়ে শ্যাওলা অর্কিড জঞ্জাল-
তারা চুমু কিংবা বর্ণিল মান-অভিমান দিয়ে
শুষে নিচ্ছে আমার যাবতীয় শোক!
–~০০০XX০০০~–