“ভাবনাকে কুর্নিশ! ভিন গ্রহী মজলিশ!”
✍ প্রেমাঙ্কুর মালাকার
জার্মানিতেই লকডাউনের
পালা চলে আংশিক –
ইউরোপে ফের করোনা প্রকোপ
বেড়েছে অত্যধিক!
ক্রেতাহীন এক রেস্তোরাঁতেই
চেয়ার টেবিল ফাকা;
তাতে সারি সারি পাণ্ডাপুতুল
যত্নে সাজিয়ে রাখা।
এতে লাগছেনা রেস্তোরাঁ টিকে
আর সুনশান খা খা;
রেস্তোরাঁটির মালিক চতুর
মগজে বুদ্ধি পাকা!
ফাকা রেস্তোরাঁ দেখে মালিকের
হু হু করে কাঁদে মন-
পুতুল সাজায় দেখে বিভ্রম
ভিনগ্রহী লোকজন!
কিছু মানুষের বুদ্ধি প্রখর
বিনা তারে বাঁধে সুর;
তাই ক্রেতাহীন রেস্তোরাঁ লাগে
খদ্দেরে ভরপুর!
রয়টার্সের ছবি তাই করে
ভাবনাকে কুর্নিশ ;
দেখে রেস্তোরাঁ লাগে পুরোপুরি
ভিনগ্রহী মজলিস!
—০০০::X X::০০০—