“থাকবে গল্প কথারাও”
✍ সুজাতা দাস
এখনও অবাক হবার মতো কিছু ঘটে যা বিশ্বাস করতে মন চায় না-
শুকনো পাতার মর্মর ধ্বনি আজও চমকে ওঠার একটা কারন দর্শায়-
জীবনমুখী গান আর জীবনানন্দের কবিতা
হয়তো সরল রেখায় চলে-
খুঁজতে ভালো লাগে বনপলাশীর পদাবলী
অথবা লাল মাটির দেশ-
হঠাৎ হারানো মনটা আজও খুঁজে চলেছে
সেই প্রথম পা রাখা স্বপ্নে-
ভালোবাসার উপন্যাস হয়তো শেষ হয়না কোনও কবির নতুন কবিতায়-
বিভৎস কোনও স্বপ্নে ঘুমভেঙে জেগে ওঠা
আবার নতুন ঘুমের চেষ্টায়-
ব্যথারা হয়তো খুশির খবর খুঁজবে নতুন করে ব্যথার রাজ্যে আবার-
যেখানে তোর’আমার ভেঙেপড়া স্বপ্নগুলো
ছড়িয়ে আছে কাচের টুকরোর মতো-
কুড়াতে গিয়ে হয়তো হাত কাটবে, মনে পরবে তোর কথা অসময়েও-
তবুও ভালোবাসা থাকবে, থাকবে বিভৎসতা
থাকবে তোর’আমার গল্পকথা।।
–~০০০X X০০০~–
(কপিরাইট @1443 সুজাতা দাস)