।। কিছু কথা ।।
কলমে : সঞ্চিতা
কিছু কথা ধুলোবালি মাখা
কিছু কথা আঙ্গুলে আঙ্গুল,
কিছু কথা বলতে গিয়ে
না বলাতে হয়ে গেছে ভুল…
কিছু কথা আকাশ জমিন
কিছু কথা শুধু নোনাজল,
কিছু কথা মুঠো খড়কুটো
প্রাণপণ বাঁচার সম্বল…
কিছু কথা বরফ-পাহাড়
উত্তাপে নদী হয়ে যায়,
সে নদীও পাড় ভাঙে যদি
ঠিক জেনো ভাসাবে তোমায়…
কিছু কথা নীরবতা ভাষা
কিছু কথা তারা ঝিলমিল,
কিছু কথা আদি কথকতা
ছেয়ে আছে বিশ্ব নিখিল…
কিছু কথা ঘাট-শ্যাওলার
জানে শুধু এক নদী জল,
মেঘবারি হয়ে যদি ঝরে
খুঁজে তাকে পাবি তুই বল্…!!
–~০০০X X০০০~–