“কমন সেন্স ও পুঁথিগত শিক্ষা ব্যবস্থা”
✍ সুজয় কুন্ডু
একদিন এক অশিক্ষিত স্বামী তার উচ্চশিক্ষিত স্ত্রীকে নিয়ে একটি পাহাড়ি অঞ্চলে পিকনিক করতে গেল। সারাদিন খুব আনন্দ, অনেকটা ঘোরাফেরা এবং খাওয়া-দাওয়া করে তাবু পেতে স্বামী-স্ত্রী দুজনেই ঘুমিয়ে পড়ল।
মাঝরাতে অশিক্ষিত স্বামী তার উচ্চশিক্ষিত স্ত্রীকে ডেকে তুললেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন- “তুমি উপরে এখন ঠিক কি দেখতে পাচ্ছো?” স্ত্রী বলল-“অসংখ্য সুন্দর সুন্দর তারা মিটমিট করে জ্বলছে।” স্বামী জিজ্ঞেস করলেন-“ কিন্তু এর থেকে তুমি কি বুঝলে গো?” স্ত্রী বলল-“এই অসংখ্য সুন্দর সুন্দর মহাকাশের তারা ও গ্রহ নক্ষত্রগুলি জানান দিচ্ছে যে মহাবিশ্বে প্রচুর গ্যালাক্সি এবং মিল্কিওয়ে আছে। আমার এগুলোর উপর প্রচুর নলেজ আছে। পরে অন্য কোন দিন, এইসব বিষয় সম্বন্ধে আমার অনেক রকম জ্ঞানগুলিকে, তোমাকে আমি শেয়ার করব।”
অশিক্ষিত স্বামী অনেকক্ষণ চুপ করে থাকলেন, তারপর একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে নিজের মাথায় একটা জোরে চাপড় মেরে বললেন- “ওগো, আমাদের তাবু নিয়ে কে চম্পট দিয়েছে।”
গুরুজনেরা অনেক সময় ঠিকই বলে- “অধিক পুঁথিগত শিক্ষা ব্যবস্থা আমাদের কমন সেন্সকে কোনো কোন সময় হাস্যকরভাবে অকেজো করে দেয়।”
—০০০::X X::০০০—
Nice magazine – overall
Thank you so much, Sir. 😊