“আবাহনে শীত…”
✍ প্রতিবিম্ব রায়
~~~~~~~~~~~~~~~
শির শির শির সন্ধ্যা-সকাল
পাতা ঝরার বেলা,
এবার বুঝি আকাশ জুড়ে
মিঠে রোদের খেলা ।
সঙ্গিনী তার শুষ্ক বাতাস
আপনি সে পায় সাড়া,
বলে যেন সবুর করো
কিসের এতো তাড়া !
অপেক্ষাতে দাঁড়িয়ে তবু
অামলকীর ওই বন,
সব জেনেও হয়তো বা তার
উদাস আজি মন ।
ডাক পাঠালো হিমের ছোঁয়া
ক্রমে ছোট দিন,
দীর্ঘ রাতের দোসর সে ও
মিটিয়ে আলোর ঋণ ।
ধূলি-ধূসর অলস বিকেল
তারই মাঝে জাগে,
চায় বুঝি সে মিলিয়ে যেতে
অস্ত রাগের ফাগে ।
গেয়ে ওঠে শূন্য মাঠ
মুক্ত হওয়ার গীত,
ঠিক ধরেছো নাড়ছে কড়া
রিক্ত তাপস শীত ।
–~০০০X X০০০~–