“আক্ষেপ”
✍ মৃনাল কান্তি বাগচী
মন আমার এখণও হারিয়ে যায়
ইছামতীর তীরে ছোট্ট সেই গাঁয়।
যেখানে কেটেছে মোর শৈশব ও কৈশোর
সেখানকার জল, বায়ু, মাটি, সে যে আমার প্রাণের দোসর।
তাকে ভুলবো কি করে?
আমার সব স্বপ্ন রয়েছে তাকে ঘিরে।
মাতা, পিতা,পাড়া প্রতিবেশির নিঃস্বার্থ ভালোবাসা রয়েছে আমার অস্থিমজ্জায়,
তা ভুলতে পারিনা আমি হাজারো ব্যস্ততায়।
সেই ছায়া সুশীতল সবুজে ঘেরা আমার ছোট্ট গাঁ,
সেতো আমার জ্ন্ম জন্মান্তরের মা।
মা আর শৈশবের মাতৃভূমিকে কখনো যায়না ভোলা
দিবানিশি সেই স্মৃতি হৃদয়কে দেয় দোলা।
ছোট বেলার সেই খেলার সাথীরা আজও মনে হয় ডাকে আমায়
সেই অকৃত্রিম বন্ধুত্বের স্মৃতি মনকে শক্তি জোগায়।
যখন দেখি, স্বার্থপরতা, কৃত্রিমতায় ভরা বর্তমান সভ্যতা
মনকে বড়ই ভরাক্রান্ত করে মাঝে মাঝে ঘটে যাওয়া অপ্রিয় নিষ্ঠুরতা।
আক্ষেপ হয়,যদি ফিরে পেতাম সেই বাল্যের সোনার দিনগুলি
হয়তো দেখতে হতোনা মুখোশ পরিহিত ভয়ঙ্কর ভণ্ড মুখগুলি।
শৈশব ও কৈশোরের স্মৃতি নিয়ে আজও আছি বেঁচে
আধুনিক কৃত্রিমতায় সুখ আর আমি নিতে চাইনা যেচে।
আমার ছোট বেলার গাঁ,আমার জীবনের বারাণসী
তাকে যেন আমি চিরকাল প্রাণ দিয়েও ভালোবাসি।।।
———- +++++++ ———-