“অনুভব”
✍ কাকলি ভট্টাচার্য্য মৈত্র
পালকগুলো ছড়িয়ে আছে
মনপাখিটা দ্বীপান্তর
রইলো পরে, একলা হ’য়ে
অশ্রুভেজা…. অন্তর
ফেরার পথে দিলাম কাঁটা
পথগুলো সব বন্ধ হোক
উড়ুক ধুলো ঝড়ের মুখে
ধ্বস্ত হোক বিশ্বলোক
নুইয়ে পড়ুক তালধ্বজ
অহংকারের স্পর্ধা যতো
ছিদ্রান্বেষী ব্যতিক্রমী
দূর হটো দূর হটো
…একটা রাত একলা থাক
চোখের জলের নোনতা স্বাদ
স্পর্শগুলো জ্যান্ত আজও
বুকের খাঁচায় আজও বাঁচো
চোখ বুজলেই গভীর রাত
সোহাগমাখা, সুপ্রভাত
নতুন দিনের নতুন কথা
ব্যর্থরাত চাপাই থাক…
উড়ুক ধুলো ঝড়ের মুখে
নুইয়ে পড়ুক তালধ্বজ
পালকগুলো ছড়িয়ে আছে
মনপাখিটা দ্বীপান্তর….
–~০০০X X০০০~–