// হেমন্তে কাছে আসা //
✍ অনিমেষ
উৎসব শেষ,
নিভে গেছে আলোর রোশনাই।
নিভেছে আকাশ দীপ,
আতসবাজিরাও নীরব।
শরতের শিউলি কাশের দল
ঘুমিয়েছে আবার।
গাড়ির হর্ন, কর্মব্যস্ত মানুষের কোলাহল,
স্টিমারের ভোঁ বাজা মুখরিত শহরে
এখন অগ্রহায়ণের গন্ধ।
হিম পড়া রাত শেষে
নরম রোদ আর গা শিরশিরে হাওয়ায়
আড়মোড়া ভাঙে ভোর।
ঝরা পাতার নিমন্ত্রণে,
আগন্তুক শীতের পদধ্বনি।
কথার স্রোতে ভেসে,
সদ্য আসা গরম জামার ফুটপাত পেরিয়ে,
একমুঠো ভালোলাগা, বুক ভরা ভালবাসা
আর আঁকড়ে ধরা অনুভূতিদের নিয়ে,
অনাদি কেবিন থেকে দুপুরের ময়দানে
তোর আমি আর আমার তুই।
খোলা শামিয়ানা তলে,
প্রাণ ঢালা সবুজের বুকে,
মুগ্ধ নিষ্পলক দৃষ্টি দুজনায় স্থির,
হাতে হাত মুখোমুখি,
নিবিড় হৃদয়ের প্রতি স্পন্দনে,
শ্বাস-প্রশ্বাসেরা মুহূর্ত গোনে।
টুকরো কথায়, কিছু নীরবতায়,
জীবনানন্দ, জয় এর সাথে,
মগ্ন শেষের কবিতাতে
সময় কেটে যায়।
ফুরিয়ে আসা দিনে,
হেমন্তের গোধূলিতে
কুয়াশা চাদরে ঢাকে গাছগুলো,
রহস্যময় ছায়ামূর্তির মতো।
নামে অন্ধকার,
জ্বলে ওঠে নিয়নের আলো,
মায়া ঘেরা পথে,
প্রহর পেরিয়ে ঘরে ফেরা।
◆◇◆◇◆◇◆◇◆◇◆
◆◇◆◇◆