☆★☆ “সমাজ সচেতক” ☆★☆
¤◆¤◆¤◆¤◆¤◆¤◆¤
✍ শিব প্রসাদ হালদার
প্রোজ্জ্বল সমাজের প্রতিকূল অনুজ্জ্বল পরিবেশে, অশান্ত প্রতিরোধের আড়াল থেকে
জাগ্রত দৃষ্টি রেখে-
ধীরে ধীরে যে প্রবল ইচ্ছা হয়েছে রপ্ত,
তারই পরিপূর্ণ স্বচ্ছ অভিব্যক্তির সদিচ্ছায়
বারে বারে যত তীব্র উদ্দীপনা উঠেছে জেগে;
সেই অদম্য প্রচেষ্টার পরিনত উপহার-
সামাজিক বিপন্নতার পটভূমিকায় আমারই লেখা,
গুটিকতক প্রতিবাদী অশান্ত অপ্রকাশিত কবিতা।
পুনরাধিকারের শত চেষ্টায় যদি হয় ব্যর্থ,
অনাগত দিনের সামাজিক শুভ সূচনায়
যদি না জাগে আজকের অর্ধমৃত
এই সমাজের সুপ্ত চেতনা!
তিলে তিলে সামাজিক নির্লজ্জ অবক্ষয়ের
প্রতিবাদ আর প্রতিরোধের জাগরনে,
যদি আসে অবাঞ্ছিত উপেক্ষা আর অবজ্ঞা!
সবশেষে যদি নেমে আসে-
অভিমানের অন্ধকারে মহাপ্রয়ান—-
হে সহৃদয় কোন এক হিতাকাঙ্খী!
পৌঁছে দিও আমার এই লেখা
কোন নিরপেক্ষ বিচক্ষণ বিবেচকের হাতে,
শুধু মাত্র জরুরী সচেতনতায় আজ যা
এই ভগ্ন আর নগ্ন সভ্যতার উজ্জ্বল অন্তরায়!
তারই যথার্থ প্রয়োজনীয়তা মূল্যায়নের
নিরলস স্বার্থে !!
◇◆◇◆◇◆◇◆◇◆◇
সকলের জন্য রইলো শুভ কামনা—!