”যে কথাগুলো বলার ছিল”
(প্রিয় কবি জয় গোস্বামীর উদ্দেশ্যে )
@মৌসুমী মৌ
জানি তুমি সাংঘাতিক প্রেমিক।
শব্দ দিয়ে বশ করো যত নারী ও প্রকৃতি,
প্রতিটি অক্ষরমালা জানে অবৈধ্য প্রণয়ে, তারা আজও বাঁধা পড়ে মেঘেদের গ্রামে,
চূর্ণী কিংবা অলকানন্দায় কিংবা ফুলপিসিমার বাড়ি ।
গোপনে বৃষ্টি নামাও সেদিন বুঝিনি۔۔۔
গাছেদের নাম তুমি জানো নদীরাও প্রিয়
আর একটু সাহসী হলে নাম বলে দিতো মেয়েটিও …
যে ভুল আজন্ম করে অক্ষম পুরুষ,
ভয় শুধু ভয়! সত্যি কিছু কি ক্ষতি হয় !
কিছুই কি আসে যায় কবিতার ঘ্রাণে অশেষ চুম্বনে !
আজ থাক দোষারোপ কানাকানি কথা
যতই আড়ালে মেঘ নামাও,
অপঠিত পাতারাও জানে
নারী শুধু প্রকৃতি নয় অজস্র কবিতাও …
সেই ঋণে বার বার কবিতার পাতা
অলস মায়ায় আজও খুলে বসে দূরের পাঠিকা ।।
◆◇◆◇◆◇◆◇◆◇◆
◆◇◆◇◆