“অঙ্গীকার”
✍ মৃনাল কান্তি বাগচী
অন্তরের অন্তর হতে করলে অঙ্গীকার
কোনোভাবে হওয়া উচিত নয় তা নড়চড়।
অথচ অঙ্গীকারের নামে আজি হচ্ছে যা খুশী তাই,
যা দেখে একটুও স্বস্তি নাই ।
অঙ্গীকার হয়েছে এখন কথার কথা
অঙ্গীকার ভাঙলে হৃদয়ে তেমন কেউ পায়না ব্যথা।
অঙ্গীকার রাখতে গিয়ে জীবনের সব হারিয়েছে এমন নজির আছে ভুরিভুরি,
অঙ্গীকার এখণ অনেকেরই কাছে খেলার নুড়ি।
খেলাচ্ছলে দিলে কাউকে কখনো কোনো অঙ্গীকার,
সত্যিই কি তার যথার্থ মূল্য থাকে প্রতিপালন করার?
অঙ্গীকার ভাঙার ফলে কত বক্ষ ভাসে অশ্রু নীরে
তার হিসাব কেউ রাখেনা ধরনী পারে।
অঙ্গীকারের সঙ্গে যুক্ত থাাকে বিবেক ও মনুষত্ব,
সে সব যাদের নাই,তাদের কাছে অঙ্গীকার খেলা মাত্র।
চলমান জীবনে অঙ্গীকারের আছে যথার্থ গুরুত্ব
অঙ্গীকার প্রতিপালন করার মধ্যে থাকে জীবনের বিশেষত্ব।।।
———- ++++++++ ———