“অকথিত”
✍ মোহাম্মদ আল্লারাখা
(অফিসার অন স্পেশাল ডিউটি, পশ্চিমবঙ্গ সরকার)
তুমি এখন হয়েছো কৃপণ
তোমার কৃপা এখন
অন্য কোথাও বর্ষিত হয়
বৃথা আমি সদা করি
তোমার অন্বেষণ।
দ্যুতির উজ্জ্বলতা হ্রাস পায়
মলিন অনাদরের কাছে
ফিরে যেতে যদি হয়
বর্ষণের অপেক্ষা কেন করা
কুয়াশা যদি আসে
হারাতে সুবিধা হয়
কৈফিয়ত বাতাসে যায় ভেসে।
◆◇◆◇◆◇◆◇◆◇◆
◆◇◆◇◆
(COPYRIGHT © Mohammad Allarakha)