**শুভ বিজয়া **
✍ অধ্যাপিকা বুলবুলি ব্যানার্জী
বিজয়া সারা হোলো।
এখন জলে ভেসে যাচ্ছেন ঈশ্বর
উৎসবের প্রদীপ রাখা আছে নির্জন ঘাটলায়
ঢাকীরা ফিরে যাচ্ছে আগামী পঞ্চমীর বোলে
সব আলো নিভে গেলে
রূপহীন অরূপের গভীরেতে মিশে যাওয়া
বিশ্বাস হেরে গেলে আর কোথা কিছু নেই
তখন মননেই রাত নামে একা একা
আলোদের ওধারেতে বাস।
এই নাও একমুঠো কোজাগরী জ্যোৎস্না
রাতজাগা বহু চাঁদ রাখা আছে এখানে
এই নীলমাখা মেঘটাও নিতে পারো
আকাশটা পেয়ে গেলে পাখামেলে ফিরে যাবে
এমনটা কেন হবে!
কিছু মেঘ মনকেও দিয়ে রেখ
মেঘলার দিন মানে আবছায়া জলভাষ
ওখানেই মুছে থাকে মন কথা।
কবিতার আখরে শুনশান সাদা খাতা
বাউলের একতারে ভাবনার দিন খোঁজা
অবেলায় বড়ো বেশী চোখ ভেজে
দিগন্তে রাখা আছে ফাগুনের খুশি রঙ
হয়তো বা দূর পথ….হয়তো বা অসময়
তবু হেঁটে গিয়ে খুঁজে নিও সেই সব।
বেলা শেষে শুধু একা আমিই কি চাইব!
হোক না সে ঈশ্বর
আমিই তো সেখানে প্রাণখানা দিয়ে রাখি
মন ভাঙা বেলা শেষে
তার ও কিছু একান্ত চাওয়া থাকে হয়তো।
—০০০::XX::০০০—