“মা, কি হবে মা তোমায় ডেকে”
✍ রণজিৎ মন্ডল
কি হবে মা তোমায় ডেকে
দেখতে যদি না পাই তোমায়,
জানাতে যদি না পারি মা
ব্যাথা আমার আছে কোথায়…
কি হবে মা তোমায় ডেকে…
মা যদি হও আমার তুমি,
ডাকলে সাড়া পাই না কেন,
মা মা বলে ডাকি এতো
মা কালি কালা হয়েছে যেন,
চরণতলে আছি মাগো
দিবা রাত্র তোমার সেবায়,
দেখতে তোমায় পাই না তবু
বল মাগো থাকো কোথায়…
কি হবে মা তোমায় ডেকে
দেখতে যদি না পাই তোমায়…
মায়াবিনী মাগো আমার,
ভুলতে তো পারি না তোমায়,
শুয়ে থাকি চরণ তলে
কেবলই তোমার মায়ায়,
ব্যাথা আমার দূর করে দাও
এই মিনতি করি তোমায়,
কি হবে মা তোমায় ডেকে
দেখতে যদি না পাই তোমায়…
মা মা মাগো আমার,
এতো তোমার কঠিন হৃদয়,
দেখা যদি না পাই তোমার,
কি হবে মা ডেকে তোমায়….
—০০০::XX::০০০—