// নিঃশব্দ পৃথিবী //
✍🏻 অনিমেষ
দেখেছি নিকষ কালো নিঃশব্দ পৃথিবী,
তারা ভরা শামিয়ানার নীচে,
গভীর ঘুমে অচেতন।
দেখেছি পাহাড়ী টিলারা
অন্ধকারে মাথা তুলে ঠায় দাঁড়িয়ে,
ধ্যানমগ্ন যোগীর মতন।
শিহরিত রোমাঞ্চিত আমি,
হয়তো বিস্ময়ে হতবাক।
তারাগুলো পরম স্নেহে,
মিটমিট জোনাকির মতো
আলো দেয় পৃথিবীকে।
নিশাচর পাখি আর ঝিঁঝিঁর
প্রাণের স্পন্দন ভেসে আসে,
বাকি যেন প্রাণহীন,
বুঝি বা কখনো প্রাণ ছিল।
অচেতন গাছগুলো ছায়া হয়ে
মিশে অন্ধকারে।
এ কোন মরণ ঘুম ??
যেন আর ভাঙবে না কোনদিন।
চারপাশে প্রান্তর জনহীন,
নিঃস্পন্দ নীরব,
সাক্ষী আমি একমাত্র মানব।
মাঝে মাঝে ক্ষীণ হাওয়া কেঁদে যায়,
ঘুম নাই কবি, ঘুম নাই চোখে,
ক্লান্তি নাই, বিরাম নাই,
আছি জেগে রাতের পাহারায়।
আর বুঝি তারাদের সাথে,
লক্ষ কোটি ঘুমন্ত চোখে,
জাগে শুধু নতুন ভোরের স্বপ্নেরা।
—XX—