“তালে-তালে”
✍ সুমান কুণ্ডু
—————————
ধাধিনা নাতিনা
জনতা স্ফীত না
ধাগে তেটে নাক ধিনা
লরির চাকায় আসছে করোনা।
ধাধিন ধিনধা ধাধিন ধিনধা
নাতিন তিননা, তেটে ধিনধিন ধা
পেটে খিল, গলা সাধা
জীবন পুরোটাই এক ধাঁধাঁ।
তেরে কেটে তাকা তাকা
বাংলার পাউচ কুড়ি টাকা।
ধিনা ধিধিনা তিনা তিতিনা
পেট্রোল, গ্যাস স্থিতি না।
ধাগে কৎ তা,ধাগে ধিন ধাধা
মানুষের মুখে বদনাস্ত্র বাঁধা।
ধিন ধা ধিন ধিন ধা
কৎ তা ধিন ধিন ধা
আলু কি মহার্ঘ্য দাদা।
তীতীনা ধীনা ধীনা
তিনতিন তাক, ধিনধাগে ধিনধাগে
এত করেও পেঁয়াজ আনা গেল না বাগে।
ধাধিনা নাতিনা
আমরা যাতনা।
—০০০::XX::ooo—