“জীবন প্রবাহ”
✍ মৃনাল কান্তি বাগচী
দুঃখের তরী ভাসিয়েছি আমি প্রবহমান জীবন স্রোতে
কত চেষ্টা করি, সে দুঃখ কিছুটা কমাতে।
নিয়তি যদি সুখ না লিখে কপালে
সব চেষ্টাই বিফল হয়ে জীবন বয়ে চলে।
যতদিন জীবন থাকে, জীবনের গতি থাকেনা থেমে,
সুখ দুঃখের জীবন পারাবারে জীবন চলে বয়ে।
জীবনের এই খেলা ঘরে নিত্যদিন কত খেলা চলে
কারো কারো জীবনে সুখ নাহি আসে, দুঃখই শুধু মেলে।
দুঃখকে করিনা আমি আর ভয়, দুঃখ যে আমার ললাটে লেখা,
দুঃখকে করিয়াছি গলার মালা, নাহিবা পেলাম সুখের দেখা।
সুখ সুখ করে কি হবে, বৃথা আশা করে,
দুঃখের মাঝে সুখ খুঁজতে গিয়ে, দুঃখই পেলাম জীবন ভরে।
মাঝে মাঝে জীবন ঝটিকা জীবনকে করে বড়ই বিব্রত,
তারি মাঝে জীবনকে থাকতে হয় জীবন যুদ্ধে রত।
জীবন বড়ই বিচিত্রময়, সুখে দুঃখে ভরা
সুখেরও লাগিয়া চলে জীবনের সব আয়োজন, দুঃখকে ছাড়া।।।
——– +++++++ ——–