“যুদ্ধ-শান্তি”
✍ প্রণতি ভৌমিক
বদলে যেতে চাইছে সবাই
যাচ্ছে সবাই যাক –
আমার ভিতর আমিটা এই –
আমিই হয়ে থাক।
যুদ্ধ করি যুদ্ধ করি
আবার একটা যুদ্ধ করি।
সত্যিকারের স্বাধীনতা
এবার যদি আনতে পারি।।
—০০::XX::০০—
বদলে যেতে চাইছে সবাই
যাচ্ছে সবাই যাক –
আমার ভিতর আমিটা এই –
আমিই হয়ে থাক।
যুদ্ধ করি যুদ্ধ করি
আবার একটা যুদ্ধ করি।
সত্যিকারের স্বাধীনতা
এবার যদি আনতে পারি।।
—০০::XX::০০—