“মহান মানবিকতা ! এ নয় দুর্বলতা !”
✍প্রেমাঙ্কুর মালাকার
লাদাখ সীমায় চিনা সৈনিক
এই পারে পথ ভুলে-
ভারতীয় সেনা ওয়াং লংকে
দিলো চিনকেই তুলে।
ভারতীয় সেনা প্রমাণ রাখলো
ওরা যে মহানুভব!
চিনের মতোই জমি দখলের
নেই বদ মতলব।
চিন জানিয়েছে চিনা সৈনিক
ভারতে ঢুকেছে ভুলে-
ভারত দিয়েছে চুসুল-মলভো
সীমায় চিনকে তুলে।
চিনের স্বীকার পশুপালকের
পশু উদ্ধার কাজে-
ভারতে ঢোকেন পথ ভুল করে
গোলোক ধাঁধাঁর ভাঁজে।
ভারত দেখায় চিনাদের প্রতি
নিবিড় মানবিকতা !
ভারতীয় সেনা বাহিনী মহান!
এ নয় দুর্বলতা !
—০০০::XX::০০০—