“করোনা”
✍ বৌধায়ন ঘোষ (বয়স ৭)
করোনা-রে করোনা
তোরা কেন যাসনা!
মাস্ক তোদের তাড়াবেই
সেটা আমি জানি।
তবে তোরা খুব শক্তি ধরিস
তাইতো সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়িস।
মাস্ক কি তোদের কাছে হেরে যাবে ?
কারন তোরা অনেক বেশি ?
তোরা এখন খুব বেড়েছিস –
তবে ভাবিসনা তোদের হারাতে
একসাথে হয়েছে –
মাস্ক, স্যানিটাইজার, স্যানিটাইজার মেশিন স্যানিটাইজার স্প্রে আর লকডাউন।
জানিস তো একতাই বল!
তুই একা আর ওরা
অনেকে একসাথে।
তাই তোরা হারবি,
শেষ তবে করোনা।
—০০::XX::০০—