(আমরা পত্রিকার পক্ষ থেকে সবাই আপনার দ্রুত আরোগ্য কামনা করি।)
প্রতিবন্ধী
***********
প্রেমে অন্ধ হলাম।
তার আগে যা কিছু দৃশ্যমান,
স্পর্শযোগ্য! সবটুকু
হাতড়ে হাতড়ে যেটুকু
রূপ রস গন্ধ, ছিনিয়ে নিতে নিতে-
বুকের পাপড়ি গুলো আলাদা করলাম,
বৃন্ত চ্যূত হল সতেজ সুডোল দেহ থেকে!
বসন্তের পলাশ ঊরুসন্ধি বেয়ে গড়িয়ে নামল,
তারপর?
তারপর সমস্ত সুগন্ধ পিষ্ট করলাম হাতে
দেহে মাখলাম আদরের চন্দনদাগ
কলঙ্ককে কালো সাপের ফণায় জাগিয়ে
ঘুম ভাঙালাম ঘুমন্ত রাজকন্যার!
তারপর?
তারপর থেকেই প্রেমে অন্ধ হলাম
তারপর আর কিছুই গোচরে আসেনা আর…
—০০০::XX::০০০—