আমি যুদ্ধ বিরোধী
✍ রঞ্জিত চক্রবর্ত্তী
(সম্পাদক, সবুজ স্বপ্ন)
-:: আমি যুদ্ধ বিরোধী ::-
বিষের বাতাস করছে গ্রাস –
হিংসার আজ জয় উল্লাস –
বিজয় বাণী ছড়িয়ে ত্রাস,
অন্তরে তোরা মরিস না
যুদ্ধ যুদ্ধ করিস না।
ভাগ্য প্রদীপ দেবেই ফাঁকি –
প্রাণটা তোদের সস্তা নাকি?
ঘরের কোনে অশ্রু আঁখি,
পঙ্গু হয়ে মরিস না
(তোরা) যুদ্ধ যুদ্ধ করিস না।
ধন মানেরা লাঙ্গল গাঁথায় –
চাষ করেযে তোদের মাথায় –
বুকটা ফাটে অকুল ব্যথায়,
বুঝেও কেন বুঝিস না ?
(তোরা) যুদ্ধ যুদ্ধ করিস না।
জলের দামে দেহ প্রাণ –
ভরলো তাতে গোর শ্মশান –
ধ্বংস হল বীর জাপান,
আর যেন ভুল করিসনা
(তোরা) যুদ্ধ যুদ্ধ খেলিস না।
——-০০::XX::oo——-