✍ ডঃ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়
কবি পরিচিতি :-
ডঃ বিশ্বজিৎ চট্টোপাধ্যায় একজন চিকিৎসক এবং কবি। উনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এম বি বি এস করেছেন। এস এস কে এম এর ভূতপূর্ব চিকিৎসক। বর্তমানে শহীদ ক্ষুদিরাম বসু হাসপাতালে ভিজিটিং ফিজিসিয়ান ও কার্ডিওলজিস্ট। সনেট কবিতা রচনার ক্ষেত্রে ওনার কোনো জুড়ি নেই।
“পরী ও হরিণ “
উদগ্র খিদের মুখে অনাবিল একটি হরিণ
বাতিল কুয়োর গর্ভে চশমাপরা একটি হরিণ
ব্যথিত সিংহের কাছে ছদ্মবেশী একটি হরিণ
আমিতো চিনিনা চোখে ফিরে গেল একটি হরিণ
তোমাকে বলিনি,কেন ডানা দেখে মুগ্ধ নই আর
ডানাকাটা,তবু তাকে দিয়েছি আমার জাদুঘড়ি
তোমাকে বলিনি,পাছে ভাবো সেও অভিশপ্ত পরি
হরিণের বাড়াবাড়ি কেন ভাল লাগেনা আমার
ট্যাগ করি বলে সেও আমাকেও করে প্রতিদিন
তারপর সেই গল্প লোকে বলে তোমার আমার
উড়ে যেতে দেখেছ কি,গায়ে তার ফুল ফুল জামা
ভাবো,সে লুকিয়ে আছে ছদ্মবেশী পরি বা হরিণ
অথচ বিকেল হলে তোমাকেই খালি চোখে পড়ি
খালি গায়ে হেঁটে যায় কতিপয় পরি বা হরিণ
–০০::XX::০০–