✍ সুমান কুন্ডু
কবি পরিচিতি :-
কবি সুমান কুণ্ডুর জন্ম ১৯৭১ সালের ১১ই সেপ্টেম্বর, কলকাতা সংলগ্ন দমদম ক্যান্টনমেন্ট অঞ্চলে। বিজ্ঞানের কৃতি ছাত্র হিসাবে উচ্চমাধ্যমিক পাস করেন কে.কে.হিন্দু একাডেমি থেকে। পরে রসায়ন নিয়ে মতিঝিল সায়েন্স কলেজে পড়াশুনা এবং ওই কলেজ থেকেই ইতিহাসে স্নাতক ডিগ্রি লাভ করেন। মার্ক্সীয় দর্শনে বিশ্বাসী কবির লেখালেখি শুরু ছেলেবেলা থেকেই পরে কলেজ স্তরে তা তরান্বিত হয়। তিনি বহু পত্র, পত্রিকার সঙ্গে যুক্ত এবং লেখালেখি করেন। কবির দক্ষতা শুধু যে বাংলা সাহিত্যে তা নয়। ইংরাজী সাহিত্যের প্রতিও আছে তাঁর যথেষ্ট অনুরাগ এবং দক্ষতা। ওনার লেখা কবিতা, সাহিত্য বা গল্প “পূর্বাশা এখন”, “সবুজ স্বপ্ন”, “খোয়াই”, “প্রত্যয়”, “নৌকা”, “স্রোত” বা ই-ম্যাগ “অবেক্ষণ” – এ নিয়মিত প্রকাশিত হয়। কবি বিশ্বাস করেন একদিন এই কালরাত্রি ঘুচে গিয়ে আমাদের দরজায় এসে টোকা দেবে একটা সুন্দর, বর্ণময়, উজ্জ্বল সকাল।
দুর্গা এবার কোয়ারিন্টিন
—————————————
২০ র পুজো একটু আলাদা
ভার নিয়ে বলছে প্যালাদা।
এলো দুর্গা দোলায় চেপে
করোনাসুরকে নিতে মেপে।
মহালয়া গেছে মাসেক আগে
কোয়ারিন্টিন ছিল ভাগে।
গণেশ ছিলেন খিদে নিয়ে
পেট ভরাতেন লাড্ডু দিয়ে
কোথায় গেল খাবার সব
ছিল তো আমার কার্ড জব।
কার্তিকের হয়েছে বেজায় রাগ
স্যানিটাইজারে পড়েছে ভাগ
সাবানে হাত ধুয়ে মাসখানেক ধরে,
হাতের রেখা গেছে সরে।
সরস্বতীর মুখে মাস্ক
জনে জনে করছেন আস্ক
কি করেছে ধরার লোক?
মানছেন তারা এমন শোক।
লক্ষ্মীর মুখও গোঁসায় ভরা
ভিটামিন খেয়েছেন বেজায় কড়া
ফর্সা গালে পড়ছে না টোল
পাল্টে গেছে পেঁচার ভোল।
কোথায় গেল আনন্দ সকলের
মাটি সব করোনায় ধকলের
দাও বাদ পুজো সবাই এবার
বাঁচলে হবে মজা সামনের বার।
—০০::XX::০০—