✍️ বৌধায়ন ঘোষ (বয়স – ৭ বছর)
কবি পরিচিতি : –
জন্মতারিখ – ২৩শে অক্টোবর, ২০১৩, গড়িয়া
স্কুল – Holy Cross School, বাড়ুইপুর
“ও জোনাকি”
জোনাকি তোরা কি তোদের আলোটা –
জ্বালিয়ে রাখতে পারিস না!
কেন রাখিস না ?
তোরা শুধু বড় তারাদের মতন
জ্বলিস আর নিভিস।
মাঝে মাঝে তোদের দেখা যায়।
আমি এখন বারান্দায় বসে
অনেক তারা দেখছি।
তোদেরও দেখছি গাছের ফাঁকে
সামনের মাঠটায় তোরা –
জ্বলছিস আর নিভছিস।
বারান্দা থেকে এখন যে
তারাটা আমি দেখছি
সেটা তোদের মত জ্বলছে নিভছে।
তোদের যদি দেখাতে পারতাম!
এখন আমার চোখের সামনে
অর্ধেক কাটা চাঁদ।
সে কিন্তু তোদের মত
জ্বলছে নিভছে না।
তোর নারকেল গাছের মাথায় জ্বলছিস,
চাঁদের কাছে যেতে পারিসনা?
তোদের দলের একটা জোনাকি
আমাদের ঘরে ঢুকেছে আলমারিটার ফাঁকে,
ওকে দলে ফিরিয়ে নিয়ে যা।
ওতো একা হয়ে গেছে।
বাই বাই জোনাকি –
আবার পরে কখনো দেখা হবে।।
–০০::XX::০০–