✍️ প্রবীর ভৌমিক
কবি পরিচিতি :-
প্রবীর ভৌমিক একজন কবি ও কলামিস্ট। জন্ম ৩রা আগস্ট, 1957 সাল। ওনার সদ্য প্রকাশিত পুস্তিকা ‘ঈশ্বর বেদনার দিকে’। এছাড়া ‘তুমি আছো বিনাশে নির্মাণে’, ‘ঘাসের উন্মাদ প্ররোচনা’, ‘আলোয় লেখা সহজিয়া’ প্রভৃতি বই কবিতাপ্রেমী পাঠকদের মনোরঞ্জনের পক্ষে যথেষ্ট। তার একনিষ্ঠ কবিতা পাঠকদের মন মুগ্ধ করেছে।
“আলোয় লেখা ছাব্বিশ”
শ্মশান থেকে ফিরে আসছি
মশান থেকে ফিরে আসছি
বিগত যৌবন থেকে অল্প কিছু
ফেরত পাবার পর
তোমায় ডাকছি পরকীয়া আহির ভৈরবে।
জাগরনেও তোমায় ডাকছি
ঘুমের ভিতর স্বপ্ন ও সম্ভবে
গদ্যে-পদ্যে তোমাকে ডাকছি
রং-তুলি আর ক্যানভাসের
দৃশ্য বৈভবে।
এখন সন্ধ্যা হয়ে এলো
আজান আর সান্ধ্যকালীন শঙ্খ-ভাষায়
লুটিয়ে পড়ছে হাওয়ার এলোমেলো।
নৌকা থেকে নামলো ঘাটে
ছায়ার মত অবিশ্বাস্য নারী
অপর্যাপ্ত জ্যোৎস্না এসে ভিজিয়ে দিচ্ছে
আমার ঘর-গেরস্থ, উঠান, বাড়ি।
–০০::XX::০০–