✍ প্রণতি ভৌমিক
কবি পরিচিতি :-
জন্মস্থান – বিরাটি, রামকৃষ্ণ পল্লী
সম্পাদিকা – ভগ্নাংশ পত্রিকা
লেখিকা, বিভিন্ন লিটল ম্যাগাজিন
“অস্থিরতা”
আতঙ্কের ছায়াপাশে বদ্ধ বর্তমান নিয়ে
যতদিন বেঁচে থাকা যায়।
ধুলোয় ঢেকেছে সমগ্র অতীত
ভবিষ্যৎ মুছে যাচ্ছে তীব্র অস্থিরতায়।
চারদিকে গহীন ধোঁয়াশা
আচ্ছন্নতা গ্রাস করে
মানব সত্ত্বাকে।
পৃথিবীর মোহময় বুকে
মাথা রাখ
হৃদয়ের স্পন্দন অস্তমিত প্রায়।
—০০::XX::০০—