আমাদের স্বপ্ন দেখানোর যিনি কান্ডারী, তিনি আমাদের পত্রিকার অলংকরণ-এ রঙ-তুলি সহযোগে বোঝাতে চেয়েছেন আমরা কি চাই! আমাদের মনের সুপ্ত কথাটিকে অদৃশ্য আকুতি দিয়ে তিনি তার ক্যানভাসে প্রকাশ করেছেন।
আন্তর্জাতিক বাঙালী চিত্রশিল্পী শ্রী সুশান্ত সরকারকে ‘সবুজ স্বপ্ন – আন্তর্জাতিক বাংলা ভাষা’-র পক্ষ থেকে শারদীয়ার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই এবং তার সুস্থতা ও সফলতা কামনা করি।
–০০::XX::০০–