✍ রণজিৎ মন্ডল
আমার পরিচিতি:
আমি অঙ্কশাস্ত্র নিয়ে প্রথমে বি. এস. সি. তারপর সি. এ. ও পরে বি. ম্যানেজমেন্ট পড়েছি কিন্তু আমি একজন সাহিত্যপ্রেমী। পঞ্চমশ্রেণীতে প্রথম আমার লেখা কবিতা স্কুল ম্যাগাজিনে বেরিয়েছিল। তারপর অনেক জল গড়িয়েছে, বৈচিত্রের সমন্বয় ঘটেছে অঙ্ক ও সাহিত্যে। কর্মময় জীবনে সময়ের অভাবে বিশেষ কিছু করতে না পারলেও, অনেক পত্রিকায় আমার কবিতা স্থান পেয়েছে। আজ ভালো লাগছে সবুজ স্বপ্ন পত্রিকার একজন কবিতা লেখক হতে পেরে। সবুজ স্বপ্নের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই।
“অমাবস্যার চাঁদ”
এক মুখ হাসি,
তোমার অকৃপণ প্রেমের
উষ্ণতায় ভাসি,
হারিয়ে গিয়েছি তোমারই
হৃদয়ের অকিঞ্চিত ছোয়ায় আসি।
কল্লোলিনী হিল্লোলিনী সুরে সুরে
গানে গানে মৃণময়ী মাতঙ্গিনী,
কি অপরূপ রূপে হতে সঙ্গীনি,
মনের ঘরে এসেছিলে করিতে
নিজেকে ভালোবাসার দাসী।
জোয়ারে ভাসিয়া,
উযানে আসিয়া,
প্রেমপুস্প দিয়েছিলে
রাশি রাশি।
খরাস্রোতা আমি, মরুভূমির
শুস্কতা আমি, সাগরের
অফুরন্ত ঢেউ আমি,
বসন্তের কোকিল আমি,
লাল পলাশের আড়ালে
আজও কুহু কুহু রবে
তোমায় ডাকি,
আমি কালো তাই
লাল পলাশের লালে
তোমার প্রেমে ভাসি।
দেখো কত বদলে গেছি,
দেখো কত শুণ্য হয়েছি,
দেখো পড়ন্ত বেলার হাসি,
শুধু একবার উযানে আসি।
মরুভূমির মরুতে,
চাতকের গলাতে,
অমাবশ্যার চাঁদেতে,
এক ফোটা প্রেম বারি ঝরিয়া
পড়িছে কেমনে করিতে খুশী।
–০০::XX::০০–