“ভালোবাসার রঙ”
–:: সুমান কুন্ডু ::–
দেখেছি তোমার অপূর্ব চাহনি চোখের
হাত দিয়ে ছুঁয়ে করতে চাই না তা ছোট,
নিঃশ্বাসে শুধু অনুভব করব তাকে
গোলাপের কাঁটা, সে তো সুন্দর কখন কখনও।
প্রেম কোনো শব্দ পছন্দ করে না
নিঃশব্দে পদচারণায় হানা দেয় –
প্রেমিক-প্রেমিকার গভীরে,
যাকে ধরা যায় না, উপলব্ধি করতে হয়।
তোমার ঠোঁটের কোণের ওই মুচকি হাসি
ভাসিয়ে নিয়ে যায় আমাকে,
মাস্তুল ছাড়া জাহাজের –
নাবিকের নদীতে ভাসার মত।
হৃদয়ের রঙে, রাঙিয়ে দিয়ে যাও
শরতের সুনীল আকাশে, মেঘেদের –
পেঁজা তুলোর স্রোত যেমন
আত্মা দিয়ে অনুভব কর তাকে,
ফেলে দিও না পূজার ফুলের মত।
¤●¤●¤●¤●¤●¤