“প্রতীকী”
–:: বুলবুলি ব্যানার্জী ::–
আমি অবয়বহীন হলে
তুমি এত ক্লান্ত হও কেন
শরীরী খোঁজ শেষ হতে
ঠিক কত চাঁদ লাগে
বিসর্জনের বাজনা ফিরছে
আগামী পঞ্চমীর বোলে
তবু তুমি যদি চাও
আমার সমস্ত উৎসবের আঙিনা
তোমাকে দিয়ে যেতে পারি
জলছবিতে জীবন আঁকা শেষ হলে
কথা দাও তুমিও প্রতীকী হবে।
—~০০XXoo~—