// পূজো এলো //
✍ অনিমেষ
হঠাৎ ছুঁয়ে দিলে
আনমনা রোদ্দুর
পেঁজা তুলোর মন
ভাসবে যে কদ্দুর।
স্মৃতির ভেলা ভাসে
হাওয়ায় পূজোর মাস
কোঁচড় ভরা শিউলি
শিশিরে ভেজা ঘাস।
কাশ ভরানো মাঠ
মরা নদীর চর
ঢ্যাম কুড়াকুড় ঢাক
চখাচখির ঘর।
পোটোর ঘরে দুপুর
খড় মাটির সাজে
মহালয়ার ভোরে
উমার নূপুর বাজে।
পূজো সংখ্যার গন্ধ
তুলির টানে চোখ
চালচিত্রে গিরিবালার
পূজো শুরু হোক।
——০ XX০—–