“কামাখ্যা মাকে ঘুষ! দেবী হবেন না খুশ!”
–:: প্রেমাঙ্কুর মালাকার ::–
কামাখ্যাধামে মন্দির চুড়ো
স্বর্ণ কলস তিন-
বাকি গুলো ছিলো পাথুরে কলস
শোভা পেতো এতো দিন।
নীতা ও মুকেশ আম্বানিদের
অভিলাষ মন জুড়ে-
সকল কলস আর চুড়োটাও
দেবেন সোনায় মুড়ে।
স্বর্ণশিল্পী ইঞ্জিনিয়ার
আঠেরো কেজির সোনা;
কামাখ্যা ধামে চলে দ্রুত কাজ
দিন আছে হাতে গোনা।
অর্থমন্ত্রী মারফত করে
যোগাযোগ মন্দিরে ;
দ্রুতবেগে কাজ কামাখ্যাধামে
চলে মন্দির শিরে।
কামাখ্যাধামে প্রধান পুরুৎ
মোহিত বলেন খুলে-
“যতো সোনা লাগে আম্বানীরাই
পুরোটা দেবেন তুলে!”
ভারত বর্ষে কোটি কোটি লোক
দারিদ্র্য-সীমা নীচে;
ওরা হয়রান দু’বেলা দু’মুঠো
ছুটে অন্নের পিছে!
দেখে শুনে লাগে ওরা দিতে চায়
কামাখ্যা মাকে ঘুষ ;
ওঁর সন্তান মরছে ক্ষুধায়
দেবী হবেন না খুশ!
জ্বলেছে গির্জা বহু বিলিয়ন
ডলারেই আসে দান;
নিরন্ন শিশু আফ্রিকাতেই
মরে কোটি কোটি প্রাণ
◆◇◆◇
◆◇◆◇◆