“কবি ও কবিতা”
–:: মৃনাল কান্তি বাগচী ::–
●¤●¤●¤●¤●¤●¤●
কবি নই আমি, তবুও চেষ্টা করি লিখতে কবিতা
কবিতা আমি ভালোবাসি,সে নয় আমার ধৃষ্টতা।
হৃদয়ে আছে যত দুঃখ,ব্যথা ও অব্যক্ত কথা
শব্দের পর শব্দ সাজিয়ে লিখি মোর মনের ব্যথা।
কবিতা তো শুধু নয় ব্যক্তিগত সুখ,দুঃখ,আনন্দের বর্হিপ্রকাশ
কবিতার মাঝে নিহিত থাকে অনেকেরই জীবনের সুখ,দুঃখ, বেদনার রাশ।
কখনো কখোনো পাঠক পেয়ে যায় তার ব্যক্তিগত জীবনের মিল,
তাইতো কবিতার বর্ণময় ছটা চিরকালই পূন্য সলিল।
কবিতার পূন্য সলিলে অবগাহন করে অনেকেই জুড়ায় মনের জ্বালা
আবার কেহ কেহ আনন্দের স্রোতে ভাসায় স্নেহ ও প্রেমের ভেলা।
ধরনীর মাঝে কবিতার আছে হরেক ধরন
কবির কবিতার পসরা থেকে মানুষ খুঁজে নেয় কবিতা মনের মতন।
কবি কবিতা লেখে তার নিজের মর্জি মাফিক
কখনো তাতে থাকে বাস্তবতা আবার কখনো তা কাল্পনিক।
বাস্তব ও কল্পনা নিয়ে কবির জগত
কবির লেখা সার্থক হয়, কবি যখন পায় পাঠকের অধিক সন্তুষ্টির র মতামত।।।
———– ++++++++ ———–