“প্রায়শ্চিত্ত “
–:: রণজিৎ মন্ডল ::–
আর পারি না বেদনা সহিতে,
আকাশ থেকে মেঘেরা কয়
এ আমাদের অনুনয় নয়,
এ বিদ্রোহ ঝরিয়া মাটিতে,
নিভাইবো আগুন পৃথিবীতে আজ
যা, চাও তোমরা জ্বালিতে!
আকাশে আকাশে যত মেঘ ভাসে,
যাদের করুণায় পৃথিবী হাসে,
জ্বলিছে পৃথিবী কার অভিলাষে
জ্বালাইয়া পুড়াইয়া মারিতে!
দেখিবো না আর ভাসিয়া থাকিয়া,
আসিছে সময় তুফান হইয়া
লালসার পাহাড় ভাঙিতে।
থাকি যে মোরা কোথায় কখন,
কি রূপে মোদের হয় আগমন,
এখনো পারনি বুঝিতে!
যে সবুজ মোরা রেখেছি ধরিয়া,
যে মানুষ খায় উদর ভরিয়া,
যে নদী বয় ছল ছল করিয়া
সবই যে মোদের দয়াতে!
কার সম্পদ লুটিছে কে আজ,
কোন পশু করে পৃথিবীতে রাজ,
জীবকূল শেষ করিতে!
পাবে না রেহাই হুঙ্কারে তাই,
পৃথিবীর সব রাজকে শুনাই,
বাঁচাও পৃথিবী নইলে মর পাপের
প্রায়শ্চিত্ত করিতে।
••###●◆◆◆●###••