“বসবাসহীন”
🌿🌿🌿🌿🌿
–:: প্রাপ্তি মুখোপাধ্যায় ::–
আলাহিয়া বিলাবল থামলে,
অবেলার রোদ্দুর অনিয়ম এনে দেয় বেশ !
আশ্বিন পিঠে করে বাক্সবাদামের গাছগুলো
মাঝে মাঝে হুঁশিয়ারি দেয়।
তখন কাদের ঘরে
বৃন্দাবনী সারং বেজে ওঠে।
ছাদের আলসে ধরে
এখানে ওখানে
অবাঞ্ছিত শেকড়ের শ্রেণীসংগ্রাম
কিম্বা একপেশে অবৈধ বসবাস।
পশ্চিমমুখে দাঁড়ালে
একটা ছাপোষা পুকুর,
ঈশানকোণ যার কোনোমতে
রাবীন্দ্রিক করে রেখেছে এক হতবাড়ন্ত
অমলতাস।
থোকায় থোকায় নেমে আসছে
ভীমপলশ্রী
গ্রীবার কাছে।
ওরই কোল ঘেঁষে আমার বাড়ি।
মধুবন্তী।
উঠোনে শুকনো পাতা আর
পুরাতনী বিছিয়ে কপাল নোয়ায়
পরিবারের বর্ষীয়ান দেবদারু।
কাঁধ জড়িয়ে জলছোঁয়া দেয়
লবঙ্গলতার হরিয়ালি।
একচিলতে লাল রোয়াকে
বৈশাখ বা শ্রাবণ দরাজ হলে
বসন্ত আসে।
আর একা লাগে না।
এখানে ইমন-কল্যাণ শুনছি,
ক’দিন হলো।
পারলে এসো এই বসবাসহীন গৃহস্থালিতে।
মেঘমল্লার থামলে শুনতে পেতেও পারো
বুকে কান্না গলে যাওয়া
দরবারী কানাড়া।
¤●¤●¤●¤●¤●¤●¤