// নদীর কথা //
✍ অনিমেষ
ও নদী তোর উদাস মনের
গোপন কথা বলিস কারে,
স্বপ্ন ভাসে জলের তোড়ে,
ছলাৎ ছল ছলাৎ ছল,
ও নদী তোর প্রাণের কথা,
বানভাসি ওই মনের ব্যথা,
অচিন পথের না ফুরানো
হরেক রকম গল্প গাথা
চুপি চুপি আমায় বল।
ঘাট ছুঁয়ে তোর মন আনচান
সোহাগী রঙ ঢেউ জেগেছে,
গভীর বুকের অতলে ওই
উথাল পাথাল আকুল পরাণ
যৌবনেরই নীলাম্বরীর
তোর শরীরে রঙ লেগেছে।
রোদের আলো চাঁদের ছোঁয়া
সোনা রূপোয় অঙ্গ ধোয়া
ভালবাসায় বুকে ধরিস
মন কেমনের পানসিটিরে,
আমার মনের খবর কিছু
রাখিস কি রে ?
নদী রে তোর জোয়ার ভাঁটার
সময় ধারা যায় বয়ে যায়
দুই কিনারে মাতাল হাওয়ার
আনমনা কোন গাঙের মাঝির
প্রাণের টানে ভাটিয়ালি সুর।
উজান গাঙে মনের ভেলায়
স্মৃতির মিছিল আসে কি যায়
তোরই সাথে হেসে খেলে
একলা কাটে নিঝুম দুপুর।
—-%%$$$%%—-