“থেকে যাব”
—————
–:: শ্রী সেনগুপ্ত ::–
অবশেষ টুকু থেকে যাব
কোনো চরিত্রের সাথে মিশে।
গল্প হোক বা কবিতা কিম্বা উপন্যাসে।
থেকে যাবে কিছু ব্যর্থ প্রতিশ্রুতি
আয়না জুড়ে ক্ষয়ে যাওয়া মধুর সব স্মৃতি।
জমবে অনেক অনাসক্ত ধুলো
একই রকম জ্বলবে প্রদীপ
সম্মোহনী আলো।
প্রতিদিনের তুচ্ছ কথারা টুথব্রাশে রুমালে।
বাক্সভরতি ভালবাসা, অযত্নে আড়ালে।
তুমি আমি অতীত তখন
নেই কোন সকালে।
শরৎ এসে থমকে দাঁড়াবে
শিউলি গাছের ডালে।।
◆◇◆◇◆◇◆◇◆◇◆
◆◇◆◇◆